Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ফুলবাড়ী সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও নবীণবরণ


দৈনিক পরিবার | প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  জানুয়ারি ৯, ২০২৫, ০৩:৪৭ পিএম ফুলবাড়ী সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও নবীণবরণ

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন।
পরে কলেজ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা) ও বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক মো. হাসমী চৌধুরী।
এতে ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা ও  প্রভাষক আফরুজুল হায়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আহসান হাবীব ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিপন মিয়া প্রমুখ।
পরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণি এবং অনার্স ও ডিগ্রি কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
শেষে কলেজে আয়োজিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক নানা ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিদ্বয়।
বিকেল ৩টায় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়।

Side banner