জামালগঞ্জের ১০ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছে ভাটিবৃন্ত ফাউন্ডেশন। মঙ্গলবার বেলা ১১ টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কাশেম।
বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জামালগঞ্জ সরকারি কলেজ এর দর্শন বিভাগের সিনিয়র শিক্ষক মো: আব্দুল করিম, গোয়াইনঘাট সরকারী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, সাচনাবাজার দারুল উলুম মাদ্রাসার মোহ্তামিম মাও: আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিদ্যুৎজোতী চক্রবর্তী, হাজী কালাগাজী সা:প্রা: প্রধান শিক্ষক হামিদা খাতুন, সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রব, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ও অঞ্জন পুরকায়স্থ।
সভায় সভাপতিত্ব করেন, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মহসিন কবির। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক মো: বায়েজীদ বিন ওয়াহিদ। পরে ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন:-জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ তালুকদার, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহমেদ, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল করিম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ মিয়া, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোৎস্নেন্দু কুমার সরকার, যশমন্তপুর শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন।
এর আগে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা গুণীজনদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী ও শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :