Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
ধামরাইয়ে অভিভাবকরা হতাশ

নতুন বই পায়নি প্রাথমিকের ছাত্রছাত্রীরা 


দৈনিক পরিবার | ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানুয়ারি ৪, ২০২৫, ০১:০৬ পিএম নতুন বই পায়নি প্রাথমিকের ছাত্রছাত্রীরা 

নতুন বছর। প্রথম দিন। শিক্ষার্থীদের হাতে হাতে থাকবে নতুন বই। নতুন বইয়ের গন্ধ পেতে কোন শিক্ষার্থীর না ভালো লাগে। নতুন বই পাওয়ার আশা নিয়ে বিদ্যালয়ে গেলেও হতাশা নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।
ঢাকার ধামরাইয়ে এমন ঘটনা ঘটেছে। নতুন বইয়ের স্পর্শে শিক্ষার্থীদের মন আনন্দে ভরে যাবে। সেই আনন্দ এবার বিষাদে পরিণত হয়েছে। ধামরাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসায় সব মিলিয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫ হাজার কোমল মতি শিক্ষার্থী রয়েছে। কিন্তু বই হাতে পেয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। বাকি চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ১০/১২ হাজার শিক্ষার্থী এখনও কোন বই হাতে পায়নি বলে জানান উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) কামরুন্নাহার। 
ধামরাই পৌরসভার জ্যোতিবিদ্যা নিকেতন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রিজওয়ান আমিনের মা বলেন, বছরের শুরুতে ছেলের হাতে বই দেখে ছেলের চেয়ে আমাদের আনন্দও কম ছিল না। তবে সকল শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পেলে আরো ভালো হতো। কারণ বই হাতে না পেলে শিক্ষার্থীরা স্কুল মুখী আগ্রহ কমে যাবে।
ওই একই স্কুলের আরেক অভিভাবক আনিসুর রহমান বলেন, বই সঠিক সময়ে না পেলে শিক্ষার্থীদের হতাশা বাড়বে। সব সময় বছরের শুরুতে বই পেত শিক্ষার্থীরা। এখন যারা বই পায় নি তারা না পাওয়া পর্যন্ত স্কুলে আসতে চাইবে না।
উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) কামরুন্নাহার বলেন, বইয়ের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে ছিল না। ধামরাই উপজেলায় প্রাথমিক প্রাক-প্রাথমিকে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে তৃতীয় শ্রেণি পর্যন্ত বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কোন বই পায় নি। তবে আমাদের কাছে চাহিদা মোতাবেক বই আসার সাথে সাথেই শিক্ষার্থীদের হাতে পৌছিয়ে দেবো।

Side banner