নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় নতুন বছরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই”।
বুধবার (১ জানুয়ারি) বেলা এগারোটার সময় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বই বিতরণ ও কেক কাটার মাধ্যমে তারুণ্যের উৎসব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের কেক কেটে খাওয়ান ইউএনও।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমি শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ১১ হাজার ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ৪৩ হাজার ৯৫০টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২১ হাজার ৫০০ জন শিক্ষার্থীদের মধ্যে মোট বইয়ের চাহিদা ছিল ৯১ হাজার ৫০টি।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে ২৯টি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও ২৪টি মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ২৫০টি বই বিতরণ উদ্বোধন করা হয়। মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ৩ লাখ ১০ হাজার ২৮৬টি। বাকি শিক্ষার্থীদের বইগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।
ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রণীর শিক্ষার্থী মাসফিয়া ইসলাম বলে, নতুন বছরে নতুন বইয়ের মজাটাই আলাদা। এ কারণে স্কুলে নতুন বই নিতে এসেছি। তবে সব বই না পাওয়ায় অনেকটাই মন খারাপ হয়েছে।
অভিভাবক রোখসানা বেগম বলেন, এ বছর মাত্র তিনটি বই দেওয়া হয়েছে। বাকি বইগুলো দ্রুত না পেলে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে বলে জানান। সব বই একসঙ্গে পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় এগিয়ে যেতো।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই নিরব্বানী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হরিতকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতারাণী মহন্ত প্রমুখ।
আপনার মতামত লিখুন :