বছরের প্রথম দিনে একযোগে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে বই উৎসব। বুধবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরের সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের সকল ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা।
অপরদিকে মাধ্যমিক পর্যায়ের সপ্তম ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ৩টি করে নতুন বই তুলে দেয়া হলেও বই পায়নি ষষ্ঠ ও অস্টম শ্রেণির শিক্ষার্থীরা। তবে ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
আপনার মতামত লিখুন :