বগুড়ার সোনাতলায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক এর খুদে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়।
বুধবার সকাল ৯টায় উপজেলার পাকুল্যা ঘোষ পাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণের স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন, উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার।
এ সময়ে উপস্থিত খুদে শিক্ষার্থীদের মাঝে নতুন বই সহ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। ইংরেজি নববর্ষের প্রথম দিনে কমলমতি খুদে শিক্ষার্থীরা বই সহ শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন।
এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বিপুল সাহা, শিক্ষিকা অঞ্জলী রানী, শিক্ষার্থীর অভিভাবক গোবিন্দ চন্দ্র সরকার, নিরাঞ্জন চন্দ্র প্রামাণিক, প্রদিপ সরকার, শ্রীমতি সাগরিকা রানী, শ্রীমতি সাবিত্রী রানী, অনামিকা রানী, অমূল্য চন্দ্র প্রামাণিক, শুভজিৎ সাহা, শুভজিৎ ঘোষ প্রমুখ।
আপনার মতামত লিখুন :