জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী শতবর্ষের প্রাচীনতম বিদ্যালয় ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুন্নাহার শেলী, নাজমুন নাহার, মো. আব্দুর রহিম, আমজাদ হোসেন, হেলাল উদ্দিন, সজল কুমার, মিজান চৌধুরী, হযরত আলী, অভিভাবক আবু সাঈদ ও আরিফুর রহমান সহ আরো অনেকে।
পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা বক্তব্য রাখেন এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উন্নতী কামনায় করা হয়।
আপনার মতামত লিখুন :