Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন


দৈনিক পরিবার | পরান খান ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০২ পিএম ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ক্যাম্পাস সম্প্রসারণ দাবিতে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডুয়েটের মেইন গেটে মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বন্ধ হয়েছে যায় ডুয়েটের সামনের সড়কের যান চলাচল।  মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম। 
তিনি বলেন, সারাদেশের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ডুয়েট। কিন্তু ডুয়েটের পূর্নাঙ্গ শিক্ষা-কার্যক্রমের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল জায়গা। ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গায় না থাকার কারণে আমরা ল্যাব ফ্যাসিলিটিস, টিএসসি,  ক্যান্টিন সহ নানা বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছি। তাই আমাদের ক্যাম্পাস দ্রুত সময়ে সম্প্রসারণ করে অসুবিধা নিরসনের ব্যাবস্থা করতে হবে। 
চতুর্থ বর্ষের অপর শিক্ষার্থী জামিরুল ইসলাম জামিল বলেন, ১৯৮০ সালে ডুয়েট প্রতিষ্ঠিত হয়, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত ডুয়েট নানা বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছে। আপনারা সবাই জানেন ডুয়েটের জমির পরিমাণ মাত্র ২৩ একর। 
কুষ্টিয়া পলিটেকনিক ও চট্টগ্রাম পলিটেকনিকের জমির আয়তনের কথা উল্লেখ করে তিনি বলেন, তাহলে বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েটের আয়তন কেন কম থাকবে? 
এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আপনারা কি নতুন বাংলাদেশে কোন বৈষম্য চান? শিক্ষার্থীরা না, না বলে স্লোগান দেন। এসময় তিনি বলেন আমরা আজকে দুই দিনের আল্টিমেটাম দিব। দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া না হলে আমরা চুড়ান্ত আন্দোলনে যাবো।
চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তাসদিদ বলেন, ডুয়েট শুধু আমাদের শিক্ষার্থী প্রতিষ্ঠান নয় এটি আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত। শুধু মাত্র ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ক্যাম্পাসে সুষ্ঠ শিক্ষা কার্যক্রম অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা। আজকে আমাদের এই সংঘবদ্ধ প্রয়াস আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। ৪র্থ বর্ষের আরেক শিক্ষার্থী শাহজালাল বলেন, আমাদের আজকের এই কার্যক্রম শুধু মাত্র মানববন্ধনে সীমাবদ্ধ থাকবে না। দৃশ্যমান কোন পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। তিনি সকল শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচির সাথে যুক্ত থাকার আহবান জানান। তিনি ডুয়েট  প্রশাসনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে দেখার আহবান জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডুয়েটের উপ-উপাচার্য এবং ছাত্রকল্যাণ পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে উল্লেখ করা হয় ক্যাম্পাসের পর্যাপ্ত রিসার্চ ক্লাব, বর্তমানে ক্যাম্পাসের সকল ক্লাবের জন্য অসিফ রুম, টিএসসি, মুক্তমঞ্চ, বিনোদন পার্ক, খেলার মাঠ, পুকুর সহ যাবতীয় সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যেন ক্যাম্পাসকে দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়।

Side banner