স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিস্যাব রাজশাহী ডিভিশন আয়োজন করতে যাচ্ছে "ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫"। আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এটি অনুষ্ঠিত হবে।
গত ১ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে। প্রথমদিকে অফলাইন ও অনলাইন দুই ভাবেই রেজিস্ট্রেশন করা গেলেও বর্তমানে শুধুমাত্র অনলাইনেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু আছে যেটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং ১ ও ২ জানুয়ারি পুনরায় অফলাইন ও অনলাইন দুই ভাবেই রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হবে আগামী ২ জানুয়ারি।
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিতে পারবে। এ বছরের থিম হচ্ছে, “খবধফবৎংযরঢ় রহ ঃযব ঋধপব ড়ভ এষড়নধষ ঈযধষষবহমবং: ঝঁংঃধরহধনরষরঃু ধহফ ওহহড়াধঃরড়হ.” অংশগ্রহণকারীদের দুজন নিয়ে একটি টিম গঠন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি টিমের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০০টাকা।
এতে রয়েছে দুটি ওয়ার্কশপ, দুটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং এবং একটি প্রেজেন্টেশন। সবশেষে, প্রতিটি প্যানেল থেকে ১ জন ইমার্জিং লিডার এবং ১-২ জন ভিশিউনারি লিডার নির্বাচন করে তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হবে। এছাড়াও সকল অংশগ্রহনকারীর জন্য রয়েছে সার্টিফিকেট।
এই ইভেন্টটি ইউনিস্যাবের একটি সিগনেচার ইভেন্ট। ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ফেইসবুক পেজে রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :