Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

গাইবান্ধায় নিউ মেরিট মডেল স্কুলের বর্ষ পূর্তির র‌্যালি


দৈনিক পরিবার | শাহিন নুরী গাইবান্ধা  ডিসেম্বর ২৯, ২০২৪, ০৪:৪০ পিএম গাইবান্ধায় নিউ মেরিট মডেল স্কুলের বর্ষ পূর্তির র‌্যালি

গাইবান্ধায় নিউ মেরিট মডেল স্কুলের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদানের বর্ষ পূর্তি উপলক্ষ্যে রবিবার (২৯ ডিসেম্বর) একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
র‌্যালিটি নিউ মেরিট মডেল স্কুল হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল চত্বরে ফিরে আসে। 
র‌্যালিতে প্রতিষ্ঠানটির পরিচালক লিয়াকত আলী, প্রধান শিক্ষক এহ্তে শাম্মুল হক বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলী জিন্নাহ, আর কে কম্পিউটার মাল্টিমিডিয়ার পরিচালক অপুর্ব সাহা, মামুনুর রশিদ মামুন, ধর্মীয় শিক্ষক ও মোছা: হোসনে আরা বেগমসহ ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এ উপলক্ষে, দুপুর ১২টার পর প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অটোবাইক নিয়ে একটি শোডাউন বের করে। এটি শহর প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠান চত্বরে গিয়ে শেষ হয়।

Side banner