Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
লার্নিং গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের 

নবাবগঞ্জে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:০৮ পিএম নবাবগঞ্জে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

দিনাজপুরের নবাবগঞ্জে লার্নিং গার্ডেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ২০২৩ সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল আনন্দঘন পরিবেশে আজ রবিবার (২৯ ডিসেম্বর) ঘোষনা করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালক মুক্তাদির হোসেন বকুল সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের পরিচালক মুক্তাদির হোসেন বকুল স্বাগত বক্তব্য ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ সালাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ও অত্র স্কুলের সহকারী শিক্ষিকা মোছাঃ মল্লিকা খাতুন ও মোছাঃ ফাতেমা ইয়াসমিন ও মোছাঃ নুরজাহান খাতুন ও মোছাঃ নাজমুন নাহার ও মোছাঃ  ববিতা রানি ও মোছাঃ তহুরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচালক মুক্তাদির হোসেন বকুল বলেন বিদ্যালয়ের লেখাপড়ার মান যে কোন সময়ের চেয়ে বর্তমানে বেশ ভাল অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, দেশের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যহত রাখছি।

Side banner