বগুড়ার সোনাতলায় দি গ্লোবাল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব মো. এরফান আলী জানান, প্লে-নার্সারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ২৪ জন শিক্ষার্থী বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।
কেন্দ্রগুলো হলো, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হরিখালী উচ্চ বিদ্যালয়, বালুয়াহাট উচ্চ বিদ্যালয় ও বয়ড়া কারিগরি উচ্চ বিদ্যালয়।
এদিকে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ের চলতি দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সোনাতলা কমিটির সভাপতি ও জিনিয়াস কেজি স্কুলের পরিচালক এনামুল হক, সাধারণ সম্পাদক ও চরপাড়া কেজি স্কুলের পরিচালক মো. আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক দেলোয়ার হোসেন, মো. রাকিব হোসেন, মো. সাব্বির হোসেন, মোছা. খুরশিদা সুলতানা প্রমুখ।
এদিকে পরিক্ষা কেন্দ্রের বাইরে ক্ষুদে শিক্ষার্থীর অভিভাবকরা ছিলেন অধীর আগ্রহে। তবে একে অপরের সঙ্গে গল্প গুজবে মেতে সময় কাটাতে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :