Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় 

বাগমারায় নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:২১ পিএম বাগমারায় নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল এর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। 
রবিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা। 
তিনটি কেন্দ্রের মধ্যে কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। ২০০১ সাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ওই কেন্দ্রে নবম শ্রেণির ভোকেশনাল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাতটি শিক্ষা প্রতিষ্ঠান ২৬১ জন শিক্ষার্থী। ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা। 
বাগমারা উপজেলা ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নলডাঙ্গা উপজেলার মাধনগর টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে অংশগ্রহণ করেছে। নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বোর্ডের আওতাধীন নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা। 
ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল কামাল মোহাম্মদ ফারুক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মজনু মোহাম্মদ প্রামানিক। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সন্তোষ প্রকাশ করেন ইউএনওর প্রতিনিধি। অন্যদিকে ভবানীগঞ্জ কারিগরি ব্যবস্থাপনা কলেজ ও হাট গাঙ্গোপাড়া বিএম কলেজে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর