নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডোমার-চিলাহাটি সড়কের ধারে অবস্থিত ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাবির প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
স্কুলটির চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ফারুকের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল-মামুন (হিমু)। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শ্রীলঙ্কার কলম্বো ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ রাইস উদ্দিন সেনী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, আমেরিকা প্রবাসী জিএম ইলিয়াস আহমেদ প্রামানিক, সমাজসেবক মহব্বত হোসেন বাবু, শিক্ষক আব্দুল করিম, রাজনীতিবিদ তরিকুল আলম বুন্নু, এটিএম জাফর সিদ্দিকী লুলু, ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস-প্রিন্সিপাল ওমর আলী, অন্বেষণের উপদেষ্টা ও গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফরহাদ হোসেন প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
আপনার মতামত লিখুন :