ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধার বিকাশ ঘটায়।
প্রতিযোগিতায় গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং কারিগরি শিক্ষার ওপর প্রশ্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশেদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক শামিম শিবলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা এবং তাদের সৃজনশীলতা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলার জন্য এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :