Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাংলাদেশ কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি  ডিসেম্বর ১৮, ২০২৪, ০৮:২৮ পিএম বাংলাদেশ কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (১৮ ডিসেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলায় দু'টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও হরিখালী উচ্চ বিদ্যালয়। 
কেন্দ্র সচিব মো. সাহাদত জামান জানান, এবার এ উপজেলায় হরিখালী উচ্চ বিদ্যালয় ২শ'ত দু'জন ও সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ে ৫'শ ৯২জন শিক্ষার্থী কেন্দ্র দু'টিতে পরিক্ষায় অংশগ্রহণ করেন। 
এদিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বগুড়ার দ্বায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সচিব আমিরুল ইসলাম। এছাড়াও পরিদর্শন করেন সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের চলতি দ্বায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই। 
কেন্দ্র সুত্রে জানা গেছে, দু'দিন ব্যাপি পরিক্ষায় ১ম দিনে বাংলা ও ইংরেজি বিভাগের পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং ২য় দিনে গনিত ও বিজ্ঞান পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে এ উপজেলার ১৪টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
কেন্দ্র সচিব আরো বলেন, কমলমতি শিক্ষার্থীরা সুষ্ঠ ও মনোরম পরিবেশে পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং পরিক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে থেকে শতকরা ১০জন ট্যালেন্টপুলে ও শতকরা ২০জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে সাথে ১টি ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান তিনি। 

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর