Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাবিতে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিটের রেজিষ্ট্রেশন চলছে 


দৈনিক পরিবার | রাবি প্রতিনিধি  ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:৪০ পিএম রাবিতে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিটের রেজিষ্ট্রেশন চলছে 

ইয়ুথ লিডারদেরকে ইনোভেটিভ সলিউশন এবং সাসন্টেইনেবল ডেভলপমেন্টের উপর গুরুত্ব দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষমতায়নের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে ইউনিস্যাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’।
এ প্রোগ্রামটি আগামী ১০-১১ই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। দেশের যেকোনো ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিতে পারবে। 
এবছরের অনুষ্ঠানের থিম ঠিক করা হয়েছে "খবধফবৎংযরঢ় রহ ঃযব ঋধপব ড়ভ এষড়নধষ ঈযধষষবহমবং: ঝঁংঃধরহধনরষরঃু ধহফ ওহহড়াধঃরড়হ.”
দেশের ৭০ টি ক্যাম্পাসে রেজিস্ট্রেশন চলছে৷ অংশগ্রহণ করতে ইচ্ছুকপ্রার্থীরা ২ জনের টিম গঠন করে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন ফি প্রতি টিমের জন্য ২০০০ টাকা।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য থাকছে খাবার ও যাবতীয় লজিস্টিক সুবিধা, ইভেন্ট কিট যেমণ কাস্টমাইজড জুট ফাইল, চাবির রিং, নোটপ্যাড, কলম।
আগ্রহী প্রার্থীরা ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের বুথ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ফেইসবুক পেইজে গিয়ে অথবা ঘধঃরড়হধষ ণড়ঁঃয খবধফবৎংযরঢ় ঝঁসসরঃ - ২০২৫ এর ইভেন্টে গিয়েও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
ইভেন্টের প্রধান কার্যাবলি এর মধ্যে রয়েছে ২টা ওহঃবৎধপঃরাব ওয়ার্কশপ, ২টা প্যানেল ডিসকাশন, ১ প্রবলেম সলভিং এবং ১টা প্রেজেন্টেশন। 
অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট: প্রতিটি প্যানেল থেকে ১ জন ইমার্জিং লিডার এবং ১-২ জন ভিশিউনারি লিডার সিলেক্ট করে তাদের ক্রেষ্ট এবং সার্টিফিকেট দেয়া হবে। এছাড়াও সকল অংশগ্রহনকারী পাবেন সার্টিফিকেট।
উল্লেখ্য, লিডারশিপ ডেভলপমেন্ট, সোশ্যল ইম্পেক্ট, নেটওয়ার্কিং এন্ড কোলাভরেশন, ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনরশিপ এবং এম্পাওয়ারমেন্ট ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট ইয়ুথ লিডারশিপ তৈরি করা সংগঠনটির উদ্দেশ্য।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর