Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাবি ‍‍`স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন‍‍`র সদস্য সংগ্রহ শুরু 


দৈনিক পরিবার | রাবি প্রতিনিধি ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:৪৩ পিএম রাবি ‍‍`স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন‍‍`র সদস্য সংগ্রহ শুরু 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধিকার ভিত্তিক সামাজিক সংগঠন 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'র সদস্য সংগ্রহ শুরু হয়েছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহণ, খাদ্য সংকট নিরসন, সর্বোপরী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সাল থেকে রাবিতে কাজ করে আসছে 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সদস্য সংগ্রহের লক্ষ্যে বুথ বসানো হয়েছে। সেখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগঠনটির সদস্য সংগ্রহের আবেদন ফরম পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। আগ্রহীরা ফ্রিতে সদস্য সংগ্রহের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগঠনটির সাথে কাজ করতে আগ্রহীরা সদস্য ফরম পূরণ করে জমা দেওয়ার পর মৌখিক সাক্ষাৎকার শেষে মেম্বার হয়ে যেতে পারবেন।
সংগঠনটির বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীব এবং সাধারণ সম্পাদক প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এফ আর এম ফাহিম রেজা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সংগঠনটি। সম্প্রতি জুলাই বিপ্লবেও রয়েছে অসামান্য অবদান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম স্টেইক হিসেবে ভূমিকা রাখেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর