রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন তাদের পরিচালিত স্কুল নবজাগরণ শিক্ষা নিকেতন এর ৭০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন নবজাগরণ ফাউন্ডেশনের অফিসে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আল ওয়াকিল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, নবজাগরণ ফাউন্ডেশন ও একলা চল রে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন নবজাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুকাইয়া খাতুন।
আল ওয়াকিল ফাউন্ডেশনের বিশেষ দূত শামা ওবায়েদ তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব। আল ওয়াকিল ফাউন্ডেশন সবসময় এমন উদ্যোগের পাশে থাকবে।
একলা চল রে’র প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী বলেন, একলা চল রে সবসময় সমাজের পরিবর্তনের জন্য কাজ করে। নবজাগরণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বাচ্চাদের জন্য কিছু করতে পেরে গর্বিত।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, নবজাগরণ ফাউন্ডেশন শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আয়োজন আমাদের লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। আল ওয়াকিল ফাউন্ডেশন এবং একলা চল রে’র মাধ্যমে বাচ্চাদের শিক্ষা উপকরণ দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করে যাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কারিম, রাশেদুল ইসলাম, মো. আলী আশরাফ, রওশন আলী ও সাবেক সভাপতি অলিউল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মাহিন হাসানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
এই আয়োজন নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যদের ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার অঙ্গীকার জানান।
আপনার মতামত লিখুন :