Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বনাথে তেরা মিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তির পুরস্কার প্রদান 


দৈনিক পরিবার | মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:৫৭ পিএম বিশ্বনাথে তেরা মিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তির পুরস্কার প্রদান 

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন ভিত্তিক ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছাত্রীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হাজী তেরা মিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তির পুরস্কার বিতরণ করা হয়েছে। 
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে খাজাঞ্চি ইউনিয়নের ইয়াহিয়া কনভেনশন সেন্টারে বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতা সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত হাজী তেরা মিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন ছাত্র ছাত্রীর মাঝে নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ১ম, ২য় ও ৩য় সাধারণ গ্রেডে মোট ১৬ জন ও বিশেষ গ্রেডে ২ জন কে পুরস্কার দেওয়া হয়েছে। খাজাঞ্চি ইউনিয়নে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে 'ই প্রথম মেধাবৃত্তি আয়োজন করে এবং এবারের আয়োজনের মধ্য দিয়ে তৃতীয়বার এই আয়োজন সম্পন্ন হল।
মেধাবৃত্তি বাস্তবায়ন, ট্রাস্টের অন্যান্য কার্যক্রম সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ ও ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে ২০১৪ সাল থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। এই দ্বারা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে প্রধান অতিথি ট্রাস্টের চেয়ারম্যান সেলিম আহমেদ বক্তব্য রাখেন। 
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় ও সাকিব ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজি তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা আব্দুল হাই জেহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান, সংগঠক মুস্তাক আহমদ মুস্তফা, সমুজ আহমদ সায়মন, মুরব্বি সিরাজ উদ্দিন, সংগঠক এস এম রফিক আহমদ, সাংবাদিক শ্রী অজিত চন্দ্র দেব, সাংবাদিক আবুল বশর, ইয়াসিন আহমদ কবির,ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, সাংবাদিক সোহেল আহমদ, অর্থ সচিব আল মামুন, ট্রাস্টি সদস্য আব্দুল কাইয়ুম, লায়েক হাসান অভি, লাহিন নাহিয়ান, আবুল বশর,  আকিক আহমদ,  সালমান আহমদ, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Side banner