Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি  ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:৪২ পিএম ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নীরবতা পালন ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হল গুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনর্মিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।  
পতাকা উত্তোলন শেষে প্রশাসনের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
পরে একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম, ৩৬ টি বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, প্রক্টর অফিস, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Side banner