Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে আইন সমিতির মতবিনিময় সভা


দৈনিক পরিবার | ঢাবি প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:৫৮ পিএম বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে আইন সমিতির মতবিনিময় সভা

অন্তর্বতীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমে গঠিত কমিশনসমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির মধ্যে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কাজী মোতাহার হোসেন ভবন (সায়েন্স এনেক্স ভবন), ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সভায় বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে গুরুত্বপূর্ণ রূপরেখা তুলে ধরা হয় যা আনুষ্ঠানিক প্রস্তাব আকারে কমিশনে প্রেরণ করা হয়েছে। 
বিচার বিভাগ সংস্কার কমিশনের পক্ষে কমিশনের  সম্মানিত সদস্য মাসদার হোসেন, তানিম হোসেন শাওন, কাজী মাহফুজুল হক সুপণ ও আরমান হোসাইন উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে সংস্কার প্রস্তাব গ্রহণ করেন।
বাংলাদেশ আইন সমিতির পক্ষে  বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সাবেক মহাসচিব, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও  অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ড. শাহজাহান সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, আইন সমিতির সাবেক সভাপতি একেএম আফজাল-উল-মুনীর, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম ওয়ালিউর রহমান খান, আইসিটি ট্রাইবুনালের প্রসিকিউটর সরকার নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ নাঈম, ব্যারিস্টার সাজ্জাদ, অ্যডভোকেট ফাইজুল্লাহ ফায়েজ, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, অ্যডভোকেট মীর হালিম, রাজউকের সহকারী আইন কর্মকর্তা বেল্লাল হোসাইন (মুন্সি বেল্লাল), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সোশ্যাল এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ প্রমুখ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করেছেন।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশের আইনাঙ্গনে বিচার ও বিচার ব্যবস্থা সম্পৃক্ত বহুমুখী পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আইন সমিতির সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে বিচার বিভাগ সংস্কারে বাস্তবভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়। বক্তাগণ বিচার বিভাগ সংস্কারে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপন, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন, সুপ্রীম কোর্ট এবং অধস্তন আদালতের কেইস ম্যানেজমেন্ট সংস্কার, বিচারকদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধাদি অন্যান্য সার্ভিসের সাথে সমন্বয় করে যৌক্তিকভাবে বৃদ্ধি করা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ,পিপি-জিপিদের সম্মানী যৌক্তিকহারে বর্ধিত করা, প্রশাসনিক ট্রাইবুনাল বিভাগীয় পর্যায়ে স্থাপন, সুপ্রীম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সংশোধন করে বেঞ্চের সাথে বারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং যোগ্যতা ও অভিজ্ঞতার পরিধি বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনায় বিচারিক আদালতের এখতিয়ার বৃদ্ধি, আইনি সাহিত্যে মনোযোগ, বিচার বিভাগে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, আইনি শিক্ষায় স্পেশালাইজেশন চালু করাসহ অন্যান্য বাস্তবভিত্তিক প্রস্তাব তুলে ধরেন। এছাড়াও, লিখিত প্রস্তাব কমিশন সদস্যদের নিকট দাখিল করা হয়। 
আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশবরেণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত প্যানেল আলোচকদের সাথে উক্ত সভায় বিচার বিভাগ সংস্কার কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ আইন সমিতির সদস্য সম্মানিত আইনের শিক্ষকবৃন্দ, দেওয়ানী ও ফৌজদারী বিচারে অভিজ্ঞ বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আইনের তরুণ শিক্ষার্থীবৃন্দ এবং আইন ও বিচার সম্পৃক্ত অন্যান্য পেশাজীবীগণ উপস্থিত থেকে নিজেদের মতামত ব্যক্ত করেন। বক্তাদের বক্তব্যে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরে সংস্কার কমিশনের প্রতীক আশু পদক্ষেপ গ্রহণের আহ্ববান জানানো হয়।
বিচার বিভাগ সংস্কার কমিশনের পক্ষে কমিশনের  সম্মানিত সদস্য মাসদার হোসেন বিচার বিভাগ সংস্কারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করায় বাংলাদেশ আইন সমিতি, সকল প্রস্তাবক ও উপস্থিত সদস্যগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন "বাংলাদেশ আইন সমিতির বাস্তব ভিত্তিক, সময়োপযোগী ও অভিজ্ঞতালব্ধ প্রস্তাবনাসমূহ বিচার বিভাগ সংস্কারের প্রশ্নে বাংলাদেশের জনগণের স্বার্থে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। অন্যান্য অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশ সমূহ সমন্বয় করে বিচার বিভাগ সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ বাস্তব করা হবে।" 
উক্ত মতবিনিময় সভার সঞ্চালক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ আইন সমিতির অন্তর্বতীকালীন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিনিধি দল ও উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Side banner