Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
জনিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

খোকসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


দৈনিক পরিবার | মো. সবুজ আলী, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:২৩ পিএম খোকসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়ার খোকসা জনিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীদেরকে শিক্ষকরা রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপূর্ব লাল ভট্টাচার্য ইনস্ট্রাক্টর উপজেলা রিসার্চ সেন্টার খোকসা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ একবার সহকারি উপজেলা শিক্ষা অফিসার, আব্দুল ওহাব সহকারী শিক্ষক, রফিকুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্রোয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। 

Side banner