রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয় বারের মতো দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ ছায়া সংস্থা (নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন) আরইউমুনা।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের গ্যালারি রুমে এ সম্মেলনের শুভ উদ্ভোধন করবেন তারা। এবারের ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করা হয়েছে মোট ৫টি কমিটি নিয়ে। কমিটিগুলো যথাক্রমে, ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার্স রিস্ক ম্যানেজমেন্ট, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশ বিষয় বিশেষায়িত কমিটি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রথম দিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কমিটিগুলো পরিচালনা করা হবে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানটি ২১ ডিসেম্বর বিকেল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ হাসান নকীব, আরইউমুনার প্রধান উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান।
উক্ত সম্মেলনে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ জন শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করবে।
আপনার মতামত লিখুন :