Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

জবির ৭শত শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব গ্রহণে সুন্নাহ ফাউন্ডেশন


দৈনিক পরিবার | হাসিব সরদার ডিসেম্বর ১০, ২০২৪, ০৫:২২ পিএম জবির ৭শত শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব গ্রহণে সুন্নাহ ফাউন্ডেশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭শত শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব গ্রহণ করেছে শায়খ আহমাদুল্লাহ  পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় এবং ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে এই ঘোষণা দেন শায়খ আহমাদুল্লা। পরে তিনি চুক্তি স্বাক্ষর করেন।
শায়খ আহমাদুল্লাহ অনুষ্ঠানে বলেন, শুরুতে ৭শত শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সম্মত সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীদের স্কিল উন্নয়ন ও একাডেমিক কার্যক্রমের জন্য ১শত কম্পিউটার ল্যাব থাকবে। এছাড়া, আবাসন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। 
তিনি আরও বলেন, ভবিষ্যতে মেয়েদের জন্যও আলাদা আবাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। 
চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক, সাদা দলের সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Side banner