Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নাসিরনগর আইএলএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি ডিসেম্বর ৫, ২০২৪, ০১:৫৫ পিএম নাসিরনগর আইএলএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি চাকরিসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা। এ সময় আইএরএসটি প্রধানের কার্যালয় কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষাক্ষর্থীরা। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।
বুধবার (৪ ডিসেম্বভর) দুপুরে আইএলএসটি ভবনের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচিতে অংশ নেন প্রায় শতাধিক শিক্ষার্থী। 
এতে বক্তব্য দেন বিডিএলএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খান শিহাব, নাসিরনগর শাখার সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক তাহমিদ নিশাত ও সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল হক আরফান ও ফারাহ সাদিয়া পুতুল।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডিপ্লোমা ইন লাইভস্টক (আইএলএসটি) অধিদপ্তরের ২০২০ সালে গঠিত অর্গানোগ্রামে দু’হাজারের উপরে নতুন পদ সৃস্টি করা হয়েছে। যা ডিপ্লোমাধারীদের জন্য মুখ্য পদ। কিন্তু এ পদে তাদের বাদ দিয়ে নন-টেকনিক্যাল প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া ২০২৩ এর অর্গানোগ্রাম অনুযায়ী উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাদের জন্য ৭২টি পদ সৃষ্টি করা হয়েছে। সেখানেও তাদের নিয়োগ না দিয়ে নন-টেকনিক্যাল প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। 
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে অন্যতম হলো অর্থমন্ত্রণালয় কর্তৃক নিয়োগবিধি মোতাবেক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন ও প্রাণিস্বাস্থ্য) পদে দ্রত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তা কার্যকর করা। ভিএফ ও সমমানের পদে ডিপ্লোমা ইন লাইভস্টক থেকে পাস করে বের হওয়া শিক্ষার্থীদের যুক্ত করে ৭০ শতাংশ পদে অগ্রাধিকার দিয়ে নিয়োগ কার্যক্রম চুড়ান্ত করা। ওভারশিয়ার (কৃষি, বায়ার এবং ডেইরি) বায়ার ওভারশিয়ার ও ডেমনস্ট্রেটর পদসমূহে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দ্রত ব্যবস্থা নেওয়া। নবসৃষ্ট গ্রেড-৩, গ্রেড-৫, গ্রেড-৬ ও গ্রেড-৯ পদ সমূহের বিপরীতে খসড়া নিয়োগবিধির আলোকে পূরণকৃত সকল নিয়োগ এবং পদোন্নতি  বাতিল করা।
নাসিরনগর শাখার সভাপতি আহসান হাবিব বলেন, কিছুদিন আগে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। কিন্তু আমাদের আইএলএসটির শিক্ষার্থীরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নন-টেকনিক্যাল লোকদের নেওয়া হচ্ছে। আমাদের কি অপরাধ? শত শত শিক্ষার্থী আস পাস করে বেকারত্ত নিয়ে হতাশায় দিন পার করছে। যদি আমাদের দাবি সাত দিনের মধ্যে মানা না হয় তাহলে কঠোর আন্দোলনে যাব। সে সময় কেউ বাধা দিলে এবং কেউ হতাহত হলে তার দায় সরকারকে নিতে হবে।
ডিপ্লোমা ইন লাইভস্টক (আইএলএসটি) অধ্যক্ষ ডাঃ কাজী রফিকুজ্জামান বলেন, শিক্ষাথীদের সকল দাবিই যৌক্তিক। কিন্তু উপর মহলকে তাদের দাবির গুরুত্বটি বুঝতে হবে এবং বুঝাতে হবে। কিছু কিছু দাবির বিষয়ে আলোচনা চলমান আছে বলে তিনি জানান।

Side banner