Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়


দৈনিক পরিবার | পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২৪, ০৮:০১ পিএম পাইকগাছা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়

পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি সোমবার সকালে জিরোপয়েন্টস্থ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় করেন। 
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। 
শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা হুরায়রা বাদশা, শহিদুর রহমান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মতিউর রহমান, শামসুর রহমান, আনিসুর রহমান, শিব শংকর, গাজী মোশাররফ হোসেন, সঞ্জয় কুমার মন্ডল, অঞ্জলি রানী শীল, শামীম হোসেন, মজিবর রহমান, সুব্রত কুমার, দীপক কুমার সরকার। 

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর