সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমপন্ন হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিংগেরকাছ শাহজালাল মডার্ন একাডেমীর প্রিন্সিপাল এইচ এম আরশ আলী।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর সভাপতিত্বে ও সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্ঠিত মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে বক্তব্য রাখেন সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোহর আলী, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম কাহার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য ডা. বিভাংশু গুন বিভু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাকসেস একাডেমির সহকারী শিক্ষক জুবায়ের আহমদ ও গীতা পাঠ করে জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংকিতা সরকার এবং স্বাগত বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের ক্যাপ্টেন সাবিহা আক্তার ফাইজা।
মেধা বৃত্তি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়ার পর ফাউন্ডেশনের পক্ষ থেকে সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মনোহর আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়া ২য় কিউরিয়াস ফর ট্যালেন্ট বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে উর্ত্তীন হওয়ায় ‘চাউলধনী স্কুল এন্ড কলেজ’ দলের ৫ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাবিনা বেগম, সিংগেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাশ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান মাহমুদ, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূরুল ইসলাম, ফারুক আহমদ, কবি নিরঞ্জন মনি বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :