Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শ্রেণী কক্ষ ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন প্রধান শিক্ষক


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০২:৩০ পিএম শ্রেণী কক্ষ ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন প্রধান শিক্ষক

কুষ্টিয়ার কুমারখালীর জেএন (যোগেন্দ্রনাথ) পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এনজিও'র কাছে শ্রেনী কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ নভেম্বর) সরেজমিনে গেলে প্রধান শিক্ষক মোঃ মখছেদ আলী সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা সৃষ্টি করেন এবং এক পর্যায়ে বিদ্যালয় থেকে পালিয়ে যান।
জেনএন মাধ্যমিক বিদ্যালয় ভবনের চতুর্থ তলায় তালাবদ্ধ একটি শ্রেণি কক্ষর জানালা দিয়ে দেখা যায় ব্লাক বোর্ডের জায়গায় দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা ও সার্বিক সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যানার লাগানো এবং টেবিলের উপর বেশ কিছু ফাইল পত্র রাখা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সাল থেকে প্রতিষ্ঠান প্রধান মোঃ মখছেদ আলী এনজিও'র কাছে শ্রেণী কক্ষ ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন। এ বিষয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা কথা বলতে রাজি হননি। অপরদিকে প্রধান শিক্ষকের নিকট শ্রেণিকক্ষে এনজিও'র ব্যানার ও টেবিলে ফাইল রাখার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। এবং সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা সৃষ্টি করেন। পরবর্তীতে তিনি বিদ্যালয় থেকে পালিয়ে যান।
নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, দীর্ঘদিন ধরে এনজিও'র লোকজনকে চতুর্থ তলায় উঠে মিটিং করতে দেখা যায় । এটা বিদ্যালয় সংশ্লিষ্ট কোন বিষয় বলে এতদিন ধরে জানতেন তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক জানান, তিনি কুমারখালীতে সদ্য যোগদান করেছেন যেকারণে শ্রেণী কক্ষ ভাড়া দেওয়ার বিষয়টি জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর