খুলনার পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী মন্ডলর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের নয় দফা দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শিক্ষার্থী ফারহানা ইসলাম রিতু, সৈয়দা তানহা জেরীন, অর্পিতা সরদার, শেখ আয়শা রহমান শশী ও হুমায়রা হোসেনের নেতৃত্বে দু শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে দূর্নীতির প্রশাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, প্রশাসন প্রশাসন তোমরা কেন অন্ধ, আর কোন নাটক নয় সোজাসুজি জগৎ চাই, ভ তে ভৈরবী ভ তে ভূয়া, দফা এক দাবী এক ভৈরবীর পদত্যাগ সম্বলিত প্রধান শিক্ষক ভৈরবী রানী মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক ভৈরবী রানী মন্ডল ৭/৫/২৪ তারিখে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারণ সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষকের, তিনি না থাকলে আমরা অসহায়, পারিনা শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপস্থিত হয়। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে তাদের বক্তব্য শুনেন। ইউএনওর কাছে অভিযোগ করেন শিক্ষার্থী ফারহানা ইসলাম রিতু, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব। তারা সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ সময় নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সাথে ছিলেন ওসি সবজেল হোসেন।
আপনার মতামত লিখুন :