আগামী ডিসেম্বরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা সোনা মনিদের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষা নিয়ে অভিভাবকরা তাদের অধ্যায়ণরত শিশুদের নিয়ে উদ্বিগ্নে আছেন।
এর কারণ হিসেবে অভিভাবকরা জানান, গত প্রায় চার মাস মনিরামপুর উপজেলার পূর্ব ডাঙ্গা ইউনিয়নের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি, অনেক বিদ্যালয়ের ভিতরে হাটু পানি, যার ফলে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারেনি। ফলে তারা লেখাপড়া থেকে অনেকটা অলস হয়ে গেছে। আসন্ন সমাপনী পরীক্ষা নিয়ে অনেকটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে।
অভিভাবক, শিক্ষক সহ এলাকাবাসি অতি দ্রুত ডায়ের খাল নামক সুইস গেট দিয়ে পানি নিস্কাসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। যাতে করে তারা তাদের বাচ্চাদের ঠিক মতো স্কুলে পাঠাতে পারেন। নতুন বছরের শুরুতে বই পাওয়ার আশাও করছেন এখানকার অভিভাবকরা। যাতে করে বছরের শুরুতে পড়াশুনায় মনোযোগী হতে পারে।
আপনার মতামত লিখুন :