Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ইবিতে পালিত হলো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৪


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ০৭:৪৬ পিএম ইবিতে পালিত হলো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৪

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৪ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে দিবসটি পালিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  
র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সহ ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন এবং একই বিভাগের শিক্ষক ও বিভাগের দু'শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে 'আন্তর্জাতিক একাউন্টিং দিবস-২০২৪' এর আয়োজন করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস দেশব্যাপী জবাবদিহিতা, সচ্ছতা নিশ্চিত করার জন্য একাউন্টিং খুবই জরুরি। এজন্যই আমাদের এই উৎসব।
উল্লেখ্য, একাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেই সাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে এ দিবসটি উদযাপিত হয়।

Side banner