Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত 

গাইবান্ধায় বিশ্বমানের স্কুল ভবনের উদ্বোধন 


দৈনিক পরিবার | শাহিন নুরী, গাইবান্ধা প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ১১:৫৮ এএম গাইবান্ধায় বিশ্বমানের স্কুল ভবনের উদ্বোধন 

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে গাইবান্ধার নশরৎপুরে এই নবনির্মিত ভবনটির ফলক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম.আবদুস সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আসাদুজ্জামান সুবহানী। 
এসময় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি কলেজ এর উপাধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নুর রিশাত, আনিছুজ্জামান খান বাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, ডা. শহীদুজ্জামান হারুন, ওয়াজিউর রহমান র‌্যাফেল, নাসরিন সুলতানা রেখা, সাইফুল আলম সাজাদ ও প্রমতোষ সাহা প্রমুখ। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি হবে দেশের একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি প্রত্যাশা করেন এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে। 
গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা জেলা চরাঞ্চলে এর আগে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত করে আসছেন। গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে আমি গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান সহ বিশ্বমানের স্কুলটির পরিচালনা পর্ষদের কাছে আহ্বান জানাচ্ছি আমি এই প্রোগ্রামে আসার আগে জানিনা এই বিশ্বমানের স্কুলটিতে কত টাকা টিউশন ফি হবে টিউশন ফি টি আমার জানা নাই। তবে আমি গাইবান্ধা জেলার জেলার জেলা প্রশাসক হিসেবে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সহ সবাইকে আহবান জানাচ্ছি, ৫ই আগস্ট ছাত্র সমাজ সহ সকল পেশাজীবী মানুষ যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যে সফলতা এই সমাজে প্রতিষ্ঠার করতে চেয়েছে, সেটি যেন কোন কারণে বিফলে না যায়। তাই অবশ্যই পারিপার্শ্বিক অবস্থা ও অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে সামঞ্জস্য রেখে টিউশন ফি নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে এই বিশ্বমানের বিদ্যালয়ে যাতে কিছু সুবিধা বঞ্চিত ছেলে মেয়েরাও পড়ালেখা করতে পারে সে ব্যাপারে সতর্কতার সহিত দৃষ্টি রাখতে হবে। তাদের কেউ এই প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। সেই সঙ্গে গাইবান্ধা জেলাকে উন্নত সমৃদ্ধশালী জেলা গড়তে সবাইকে সবার স্থান থেকে এসে গাইবান্ধার পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে হবে। তাহলে গাইবান্ধা জেলা হবে আগামী দিনের একটি আইডিয়াল জেলা। এই জেলা থেকে অনেক কিছু শিখবে অন্য জেলার মানুষ। নানান কারণে উত্তরবঙ্গের গাইবান্ধা  জেলাটিতে সমস্যা থাকলে ও সেই সমস্যাগুলোকে আমরা সবাই মিলে যদি মোকাবেলা করি তাহলে এই সমস্যাগুলো আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সবাই সবার স্থান থেকে গাইবান্ধা জেলাকে উন্নত জেলা করতে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাহলে এই জেলা হবে একটি উন্নত জেলা। নতুন প্রজন্ম পাবে একটি সমৃদ্ধশালী জেলা ও  তারা গড়ে উঠবে সমৃদ্ধশালী জেলার নাগরিক হিসেবে । পরিশেষে গণ উন্নয়ন কেন্দ্রের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করি।
গাইবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ব্যবস্থাপনায় ২০ বিঘা জমির উপর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এই স্কুলে ২০২৫ সাল থেকে প্লে থেকে ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কর্মসূচির ও উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে।

Side banner