Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক আনিছা পারভিন


দৈনিক পরিবার | জাবি প্রতিনিধি  নভেম্বর ৭, ২০২৪, ১০:৩৬ পিএম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক আনিছা পারভিন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনিছা পারভিন।
জাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভিন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। 
বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী অধ্যাপক ড. কামরুল আহসানকে বিশ্ববিদ্যালয়ে টেজারার পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হলো। 
শর্তগুলো হলো ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে, উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন ও তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর ১৩(৩)(৪)(৫) (৬) ও (৭) উপধারা অনুযায়ী বর্ণিত দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর