Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
ষড়যন্ত্র করে চাকরি থেকে অপসারণের চেষ্টার অভিযোগ

বসুন্দিয়ায় স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন


দৈনিক পরিবার | সাঈদ ইবনে হানিফ নভেম্বর ৬, ২০২৪, ০৮:১০ পিএম বসুন্দিয়ায় স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

যশোরের বসুন্দিয়ায় খুনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী দাবি করছেন, এলাকার একটি চিহ্নিত মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নারী গঠিত অপবাদ সহ বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয়েছে। 
বুধবার (৬ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব বসুন্দিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্লেখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক হযরত আলী। 
এসময় লিখিত বক্তব্য তিনি বলেন, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই এলাকার একটি চিহ্নিত মহল বিভিন্ন সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে কারণে অকারণে অভিযোগ দিতে থাকে। ইতোপূর্বে যে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি আবারও গত কয়েকদিন আগে ওই মহলটি তার বিরুদ্ধে জনৈক ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগ তুলে তাকে বিভিন্নভাবে হয়রানি ও ফাঁসানোর ষড়যন্ত্র শুরু করেছে।
শিক্ষক হযরত আলী বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে চাকরি থেকে অপসারণের ষড়যন্ত্র চলছে তা ভিত্তিহীন। গত কয়েকদিন ধরে ওই পক্ষটি এলাকার লোকজন জড়ো করে তাকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ে যেতে বাধা প্রদান করছে। যার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক হযরত আলী।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর