দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. শাফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ ওয়াদুূূদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর ইসলাম রাজা, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আপনার মতামত লিখুন :