Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ইবির ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা


দৈনিক পরিবার | জামাল উদ্দীন নভেম্বর ৫, ২০২৪, ০৮:১৫ পিএম ইবির ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৭-১৮ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায়  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানের শুরুতে স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগটি।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীন। অতিথি হিসেবে বিভাগের অধ্যাপক ড. আব্দুল হন্নান শেখ, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. সাইফুল ইসলাম,  অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. এ. এস. এম শরফরাজ নওয়াজ সহ বিভাগের অন্য শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন আবির ও জাকিয়া পারভিন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর তোমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করবে। তোমার সময়কে তোমরা নষ্ট করো না। এখানে যদি ভালোভাবে না পড়, ভবিষ্যৎ জীবনকে কিন্তু সুন্দর করতে পারবে না। তিনি আরো বলেন, শিক্ষকদের সাথে থাকবে তোমাদের সবচেয়ে ভালো সম্পর্ক। তোমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হবে শিক্ষকদের সঙ্গে। তোমার শিক্ষক তোমাকে কখনই মিসগাইড করবে না। আমরা সব কিছুই করি আমাদের ছাত্রদের জন্য। ভালো নাগরিক হও, ভালো মানুষ হও, এই প্রত্যাশা রইল।
প্রবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না। 
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর