Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নবীনদের বরণে রঙবেরঙের আলপনায় সেজেছে ইবি


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি নভেম্বর ২, ২০২৪, ০২:৩৫ পিএম নবীনদের বরণে রঙবেরঙের আলপনায় সেজেছে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ ২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস। তাই নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে রংবেরঙের আলপনায় সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র সদস্যরা তাদের রংতুলির আঁচড়ে সাজিয়ে তুলেছে ক্যাম্পাস প্রাঙ্গণ।
সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ফলিত বিজ্ঞান অনুষদ, বিবিএ অনুষদ, রবীন্দ্র-নজরুল কলা ভবন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন সহ প্রায় প্রতিটি ফ্যাকাল্টির সামনে বিভিন্ন রকমের আলপনা অঙ্কন করেছে অভয়ারণ্যের সদস্যরা। এসব আলপনার মাধ্যমে ফ্যাকাল্টি সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছে তারা যাতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে ধারণা পেতে পারে। এছাড়াও, মেইন গেট দিয়ে ঢুকতেই সামনে সারিবদ্ধভাবে লেখা হয়েছে অধ্যয়নরত ৭টি ব্যাচের নাম, যাতে শিক্ষার্থীরা তাদের সিনিয়র ব্যাচগুলো সম্পর্কে জানতে পারে। অভয়ারণ্যের এই কার্যক্রমে স্পন্সর হিসেবে রয়েছে গ্রীন আর্কিটেক্ট এবং সার্বিক সহযোগীতা করেছে চারুকলা বিভাগ। 
পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের এক অভয় বলেন, অভয়ারণ্যের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাসে মেইন গেইট, সব ফ্যাকাল্টি গেইট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এই আলপনা করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের আগমনকে স্বাগত জানাতেই অভয়ারণ্যের এই প্রায়াস। আল্পনাতে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র ও বর্তমান ব্যাচ গুলোর নাম, যাতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ব্যাচেগুলোর পরিচয় পেতে পারে। আশা করছি, আমাদের এই উদ্যোগ নবীনদের মনে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। 
অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, নবীন শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের অলংকার। নবীনদের বরণ করতে আমরা এই সুন্দর বিশ্ববিদ্যালয়কে আরেকটু সুন্দরভাবে সাজাতে চাচ্ছি, চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের কতটা রঙিন, কতটা সুন্দর তা নবীন শিক্ষার্থীদের দেখাতে। প্রতিটি আল্পনায় আমরা চেষ্টা করছি একটি নির্দিষ্ট প্রতিকী মাধ্যমে নবীনদের বোঝাতে যে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা চাই নবীন শিক্ষার্থীরা চরম আত্মনির্ভরতা এবং উৎফুল্লতার সাথে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন এই রঙিন রাস্তা দিয়ে শুরু করুক। আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে আরেকটু রঙিন করে তুলি।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর