গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সহকারি শিক্ষকরা।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করে এতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক চর কালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক এ কে এম শামসুজ্জোহা রঞ্জু, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়'র সহকারী শিক্ষক নাজিম উদ্দীন, তৌহিদা আক্তার লতা, সমন্বয়ক স্বাধীন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেট আমাদের ন্যায্য অধিকার, আমরা মানুষ গড়ার কারিগর আমাদের দ্বারা আপনাদের বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। স্বাধীন দেশে আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন।
আপনার মতামত লিখুন :