কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকালে আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীর শিক্ষার্থীদের আয়োজনে আলাউদ্দিন নগর কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাহার কৃষি কলেজের প্রভাসক মো. মিরাজুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ মো. চয়ন উদ্দিন মোল্লা, আলাউদ্দিন আহমেদ ড্রিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. তোফাজ্জেল হোসেন, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :