Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত


দৈনিক পরিবার | মো. পারভেজ মিয়া, সালথা প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৪, ০৩:৫০ পিএম সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সারাদেশের ন্যায় ফরিদপুর জেলার সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
'শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা, তাদের প্রতি সবার শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে সচেতনতা তৈরিতে সালথায় কর্মরত শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মিতালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সালথা দাখিল মাদ্রাসার সুপার তাওফিকুর রহমান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর