Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার, বগুড়া  অক্টোবর ৬, ২০২৪, ০৩:৪১ পিএম সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

"শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে সোনাতলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। 
এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আঃ হাই, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেল, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু, চরপাড়া বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আঃ ওয়াহেদ, আমলীতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দিন, সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল শাহা জালাল, সুখান পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর