শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে রামগতি ধর রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবত কুমার হাজারী, উপজেলা একাডেমি সুপারভাইজার সজল চন্দ্র।
নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঞ্চন কুমার বিশ্বাস, জাকের হোসেন মাষ্টার, মোস্তাক আহমেদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সৈয়দ তাহের উদ্দিন, নুরুল কবির, প্রিয়ম কুমার দে, শেখর ঘোষ, সুবল চন্দ্র দাশ, শিল্পী দে, জামাল শাহ্,বিলাশ কান্তি দাশ,শরফরি দে, নেছার আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বর্ণাঢ্য র্যালীটি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে শিক্ষক, শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :