Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষকদের দাবী আদায়ে মানববন্ধন


দৈনিক পরিবার | রাফিউল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি অক্টোবর ৩, ২০২৪, ১১:২২ এএম ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষকদের দাবী আদায়ে মানববন্ধন

যশোরের ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষকদের ’শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবীতে ‘মানবন্ধন ও স্মারকলিপি’ প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর প্রেরিত ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার স্মারকলিপি গ্রহন করেন।  বুধবার বিকালে উপজেলা পরিষদ চও¦রে এই কর্মসূচী পালন করা হয়।
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে একদফা একদাবীর এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সমন্বয়ক মোঃ সাহিদ হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও সহঃ শিক্ষক নেতা মোঃ ইকবাল আহমেদ, শিক্ষক নেতা হাসানুর রহমান, স্কান্দর মির্জা রনি, মো. বনী আমিন, মোঃ তাহাজুদ আলী, মোঃ মহাব্বত আলী, মোঃ আমিনুর রহমান, মোঃ আবু সামা, সালেকীন ইসলাম প্রমুখ।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর