Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি অক্টোবর ২, ২০২৪, ১০:৫০ পিএম ফুলবাড়ীতে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা গেট চত্বরে সহকারী শিক্ষক আনোয়রুল হকের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পানিমাছকুঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, মোকছেদা বেগম, শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার মোহন্ত, মধ্য শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম রঞ্জু, শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম, দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক খাইরুল সরকার, দক্ষিণ কুটি চন্দ্রখানা জেলেপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ, বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক আমিনুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী অন্তর্বতীকালিন সরকারের কাছে দাবী করেন, স্নাতক পাশ করে অন্যান্য চাকুরীতে ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১৩তম গ্রেডে চাকুরী করেন, এটা একটা বিরাট বৈষম্য। আমাদেরকেও ১০ম গ্রেড দিতে হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েকে স্বারক লিপি প্রদান করেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর