Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জুলাই বিপ্লবের স্মৃতি, জাবিতে লাল সবুজের বৃক্ষরোপণ


দৈনিক পরিবার | জাবি প্রতিনিধি অক্টোবর ২, ২০২৪, ১০:৪৬ পিএম জুলাই বিপ্লবের স্মৃতি, জাবিতে লাল সবুজের বৃক্ষরোপণ

জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে "লাল সবুজ উন্নয়ন সংঘ" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে জুলাই বিপ্লব স্মৃতি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম।
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সংগঠনের ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন জানান, "লাল সবুজ উন্নয়ন সংঘের সকল সদস্য শিক্ষার্থী। তাঁরা গত ১৩ বছর সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে মাদক, বাল্য বিবাহ, দুর্নীতি প্রতিরোধে সচেনতনা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করে আসছেন। ইতিমধ্যে সংগঠনটি ১৩ বছরে সারাদেশে প্রায় ৫ লাখ ৮০ হাজারের মত গাছের বিতরণ ও রোপণ করেছে। এবছর জুলাই বিপ্লবে বীর শহীদদের স্বরনে কয়েকটি জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করবে সংগঠনের সদস্যরা। আজ জাবি থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমটি বিভিন্ন জেলায় আগামী ১ মাস চলমান থাকবে।"
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারে শহীদ শ্রাবণ গাজীর পিতা জনাব মান্নান গাজী, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল ইসলাম রাকিব, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর