Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন


দৈনিক পরিবার | অরুপ দেব কমল, নালিতাবাড়ী উপজেলা সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৫:৩০ পিএম নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

শেরপুর নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ বৈরী আবহাওয়ার মধ্যেই মানববন্ধন ও তাদের দাবী উপস্থাপন করেন।
মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান চঞ্চল, নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির , সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, শিক্ষক  তরিকুল ইসলাম, সুস্মিতা সরকার, খাদিমুল ইসলাম,ফিরুজ আল মামুন, মেহেদী হাসান সুমন, আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকেরা কেন দশম গ্রেড পাবেন না।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, একজন অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২ তম। অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান। সেখানে আমাদের বেতন গ্রেড ১৩ তম।
এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড দশম, পুলিশের সাব ইন্সপেক্টর, উপসহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান হলেও তাদের বেতন গ্রেড দশম এবং নবম। সে ক্ষেত্রে শিক্ষকদের সাথে কেন এই বৈষম্য। তাই আজ আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছি।

Side banner