Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

১০ম গ্রেডের দাবিতে সোনাতলা শিক্ষকদের মানববন্ধন


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:৫৯ পিএম ১০ম গ্রেডের দাবিতে সোনাতলা শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেডের দাবিতে বগুড়ার সোনাতলা পিটিআই প্রশিক্ষণার্থী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও পিটিআই প্রশিক্ষণার্থী শিক্ষক বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষকরা ১০ম গ্রেডের ন্যায্য অধিকার ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডের পরিবর্তে ১০ম গ্রেডের বাস্তবায়নের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সমন্বয়ক শরিফুল ইসলাম, মোস্তাফিজ মতিন, নাহিদ হাসান, আলমগীর প্রমুখ।
এ সময়ে তারা আরো বলেন, বর্তমান আমরা যে বেতন পাই তাতে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে।
তারা আক্ষেপ করে বলেন, একজন ড্রাইভার ১৩ তম গ্রেডের বেতন পায়। তাহলে আমরা স্নাতকের ছাত্র হয়ে কেন বৈষম্যের শিকার হবো। বিষয়টি বিবেচনা করে অনতিবিলম্বে আমাদের বেতন ১০ম গ্রেডের বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা।
এতে উপস্থিত ছিলেন শারমিন আক্তার, শরিফুল ইসলাম শামীম, আহসান হাবীব, আলমগীর হোসেন, সেতু আক্তার, মার্জিনা আক্তার, কানিজ ফাতেমা, রুমি খাতুন, নাহিদ হাসান, শরিফ হাসান, আবদুল্লাহ, রুমি খাতুন, তৌহিদা আক্তার, বানি আক্তার, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, গোলাম রব্বানী, মুন্নি আক্তার, শাহিন মিয়া, কাউসার, হাসনা হেনা প্রমুখ।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রেরণ করে।

Side banner