Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুরে শ্রেষ্ঠ শিক্ষক হলেন নিপু রফিক মমতাজ


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৮:৩১ পিএম বাঞ্ছারামপুরে শ্রেষ্ঠ শিক্ষক হলেন নিপু রফিক মমতাজ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ স্বাক্ষরিত উশিঅ/বাঞ্ছা/ব্রাহ্মণ/২০২৪/৬৩৪ স্মারকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বাঞ্ছারামপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ রহমান নিপু, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (মহিলা) চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মমতাজ বেগম, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) রূপসদী মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন জ্যোৎস্না বেগম এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দরিকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ সহকারি শিক্ষকদের হাতে সম্মাননাপত্র তুলে দেন।

Side banner