Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি জুলাই ১৬, ২০২৪, ১০:১০ পিএম ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের অনুপ্রবেশের অভিযোগে ক্যাম্পাসে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বিভিন্ন হলের ছাত্রলীগ কর্মীরা লাঠিসোঁটা হাতে এ মিছিল করে।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের চামড়া, তুলে নেব আমরা; শিবির পাবি যেখানে, ধোলাই হবে সেখানে; একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর; শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা বরাবরই বলে এসেছি ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে ছাত্রলীগ সবসময় সংবেদনশীল। আপনাদের দাবির সাথে একমত এবং আমরা যৌক্তিক একটা সংস্কার চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১৯৭১ এর মতো গত পরশুদিন রাতে তথাকথিত মেধাবীরা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে ঘোষণা দিয়েছে।
তিনি আরো বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ১৯৭১ সালে পরাজিতদের শক্তি ওই জামায়াতের দোসর ছাত্রশিবির ঘোষণা দিয়েছে, আমরা ছাত্রদের পক্ষে আছি, ছাত্রদল ঘোষণা দিয়েছে আমরা আন্দোলনকারীদের পক্ষে আছি। আপনাদের কাজ ই জলঘোলা করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা। এর আগে আপনারা কোথায় ছিলেন? আপনারা সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে ক্যাম্পাসের পবিত্র মাটি নষ্ট করতে চাচ্ছেন। আপনার কঠোর হাতে প্রতিহত করা হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যৌক্তিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা লক্ষ্য করছি পাকিস্তানি দোসর, আলবদর ও ঘৃণিত রাজাকার উপাধি নিয়ে অনেকেই দেশে অরাজকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে লাশের রাজনীতি করতে চাচ্ছে, তাদের বাংলাদেশ ছাত্রলীগ প্রতিহত করতে প্রস্তুত। আমরা বলতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির বা ছাত্রদল যদি কোন চক্রান্ত করার চেষ্টা করে, কোন ধরণের অরাজকতা চালায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।

Side banner